প্রকাশিত: Sun, Jun 11, 2023 9:48 PM
আপডেট: Mon, Jan 26, 2026 8:58 AM

বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না: আইনমন্ত্রী

মাজহারুল ইসলাম: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টরস ফোরাম আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে রোববার এ কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, শিগগিরই তা মন্ত্রিসভায় উঠবে। সূত্র: আরটিভি

বেগম খালেদা জিয়ার মুক্তভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়ে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ উপবিধি ১-এ শর্ত অনুযায়ী সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে। যে শর্তগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো- তিনি বাসায় থেকে চিকিৎসা নিবেন এবং বিদেশে যেতে পারবেন না। সূত্র: মানবজমিন

এদিকে, প্রায় ১০ বছর পর শনিবার সমাবেশের অনুমতি পেয়েছে নিবন্ধনহীন রাজনৈতিক দল জামায়াত। এই প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকা সত্ত্বেও কেন তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে। উচ্চ আদালতেও এই বিষয়ে বিচার চলমান। জামায়াতকে যুদ্ধাপরাধী দল হিসেবে ঘোষণা করতে সংসদে শিগগিরই আইন পাস হবে। এর মধ্যে দলটি সমাবেশ করার অনুমতি কেন দেওয়া হলো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করেন। সূত্র: বাংলা ট্রিবিউন